কারেন্ট অ্যাফেয়ার্স 4th আগস্ট 2023

1. এড-টেক প্লাটফর্ম DIKSHA এর আধুনিকীকরণের জন্য এডুকেশন মিনিস্ট্রি Oracle ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে বেছে নিলো।

2. লিথিয়াম সহ অন্যান্য খনিজ মৌল খননকাজে প্রাইভেট কোম্পানিকে অনুমতি দিয়ে পার্লামেন্টে মাইন্স এন্ড মিনারেল অ্যামেন্ডমেন্ট বিল 2023 পাশ হলো।

3. সুব্রত মুখার্জী স্পোর্টস এডুকেশন সোসাইটি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এর সাথে চুক্তি স্বাক্ষর করল।

4. তামিলনাড়ু সম্প্রতি সাংস্কৃতিক উৎসব Aadi Perukku উদযাপন করল।

5. মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথমবার কৃষি সায়েন্স মিউজিয়াম বেঙ্গালুরুতে স্থাপন করতে চলেছে।

6. Fortune গ্লোবাল 500 লিস্টে 16 ধাপ এগিয়ে রিলায়েন্স 88 তম স্থান অধিকার করল।

7. 12 টি রাজ্যে পাইলট ডিজিটাল ক্রপ সার্ভে লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার।

8. বর্ষীয়ান সাংবাদিক নীরাজ চৌধুরী নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘How Prime Ministers Decide’.

9. ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোজ বাজপেয়ীর ‘Joram’ দুটি আওয়ার্ড জিতল।

10. আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ‘Amrit Brikshya Andolan’ নামক অ্যাপ লঞ্চ করলেন।

Leave a Comment