1.‘রামচরিত মানস’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ তুলসীদাস ।
2. ‘বিহারী বুলবুল’ কাকে বলা হত ?
উত্তরঃ চিন্তামণি কে ।
3.রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তরঃ স্টিফেনশন।
4.বাবরকে কোহিনুর হীরা কে উপহার দেন ?
উত্তরঃ হুমায়ুন ।
5.1. ভারতীয় সংবিধানের মুখ্যরচয়িতাকে?
উত্তরঃ ড: বি. আর. আম্বেদকর।
6.ভারতের কোন রাজ্যের পুরন নাম NEFA ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ ।
7.অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন ?
উত্তরঃ কৌটিল্য ।
8.রাজতরঙ্গিনী গ্রন্থটির রচিয়তা কে ?
উত্তরঃ কলহন ।
9.ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী ।
10.ভারতের লৌহ কাকে মানব বলা হয় ?
উত্তরঃ বল্লভ ভাই প্যাটেল কে ।
11.বিখ্যাত বই ‘পলিটিক্স’ এর রচিয়তা কে ?
উত্তরঃ অ্যারিস্টটল ।
12.কে পুলিশ ব্যবস্থার সংস্কার করেন ?
উত্তরঃ কর্নওয়ালিস ।
13.মানব শরীরের বৃহত্তম শিরা কোনটি ?
উত্তরঃ নিম্ন মহাশিরা ।
14.বাংলার আকবর কাকে বলা হয় ?
উত্তরঃ হুসেন শাহ কে ।
15. পৃথিবীর বৃহত্তম মিষ্টিজলের হ্রদের নাম কি?
উত্তরঃ সুপিরিয়র হ্রদ ।
16. কথাকলি কোন রাজ্যের প্রচলিত লোকনৃত্য?
উত্তরঃ কেরালা ।
17.পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?
উত্তরঃ পুরুলিয়া ।
18.কোন গ্রন্থির অপর নাম হাইপোফাইসিস ?
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি ।
19.হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ গুলজারি লাল নন্দ ।
20.ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তরঃ আমেদাবাদকে ।
21.ভারতের চিনির পাত্র কোন রাজ্যকে বলে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ রাজ্যকে ।
22. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নকরেক ।
23. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস ।
24.ভারতে কখন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়?
উত্তরঃ শীতকালে ।
25.সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?
26.ভারতে কখন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়?
উত্তরঃ শীতকালে ।
27.ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন ?
উত্তরঃ পুলিনবিহারী দাস ।
28.BCG কোন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় ?
উত্তরঃ টিবি ও যক্ষ্মা ।
29.ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ থিয়ামিন ।
30.ভারতে সাইমন কমিশন কবে নিযুক্ত হয়েছিল ?
উত্তরঃ 1927 সালে ।
31.শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন?
উত্তরঃ ঈশরপুরী।
32. ‘ ম্যালেট ‘ শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ পোলো।
33. শুষ্ক বরফ কাকে বলা হয়?
উত্তরঃ কার্বন-ডাই- অক্সাইড।
34. রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে?
উত্তরঃ ভিটামিন-K
35. পেনিসিলিয়াম কি?
উত্তরঃ ছত্রাক।
36. কোন গমনে অক্ষম?
উত্তরঃ স্পঞ্জ।
37. কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ ১৯৫৪ সাল।
38. ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
উত্তরঃ ঝাড়খন্ড।
39. ” বিম্বিসার ” উপাধির অর্থ কি?
উত্তরঃ শ্রোণিক।
40. ভারতীয় জরুরি অবস্থা ঘোষণার বিধান কোন ধারায় বর্ণিত আছে?
উত্তরঃ ৩৭০
41. কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়?
উত্তরঃ সোডিয়াম।
42. স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ?
উত্তরঃ পরজীবী।
43. নরওয়ের মুদ্রার নাম কি?
উত্তরঃ ক্রোন
44. ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভলপমেন্টের সদর দপ্তর এখন কোথায়?[A] কলকাতা
উত্তরঃ নিউ দিল্লি
45. ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা
46. প্রথম মহিলা চালক হিসাবে এম.আর.এফ. খেতাব জয়ী জেমি চ্যাডউইক কোন দেশের নাগরিক?
উত্তরঃ ইংল্যান্ড
47. কোন ভারতীয় ঐতিহাসিক ২০১৯ সালের ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন?
উত্তরঃ সঞ্জয় সুব্রামনিয়াম
48. নিচের কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ FORTRAN
49. ভারতে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ সাঁওতাল
50.নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোন ভূমিকা নেই?
উত্তরঃ অধ্যক্ষ নির্বাচন
51.কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ অটোলিথ
52. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদঃ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়?
উত্তরঃ অনুচ্ছেদঃ ৩৬৮
53. কোন কমিটির পরামর্শে ২৪ পরগনা জেলা ১৯৮৬ সালে দু‘ভাগ হয়?
নিশীথ অধিকারী কমিটি
54. দক্ষিণ তিব্বতের চূম্বী উপত্যকা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে?
উত্তরঃ তোর্সা
55. বেলজিয়ামের ওয়াইপ্রেস –এ অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কোলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছিল?
উত্তরঃ হাইকোর্ট
56. ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়?
উত্তরঃ জাদুগোড়া
57. “বার্নিং গ্লেস” কি?
উত্তরঃ অবতল দর্পন
58. “নাইন ডেজ ওয়ান্ডার” বইটি কে লিখেছেন?
উত্তরঃ জন মেসফিল্ড
59. কোন পদার্থ বিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি করেন?
উত্তরঃ মেঘনাদ সাহা
60. রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্তু দিবস কবে পালিত হয়
উত্তরঃ ২০জুন