24th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – 2023 Current Affairs In Bengali 24th July

2. এক্সপেরিমেন্টাল বেসিসে ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) হিট ইনডেক্স লঞ্চ করলো।

1. রাজ্যসভাতে সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল 2023 আনা হলো।

3. ভারতের প্রথম প্রাইভেট হিল স্টেশন, লাভাসা 1.8k কোটি টাকায় বিক্রি করা হলো।

4. প্রথম মহিলা হিসেবে ইউএস নেভীর নেতৃত্ব দিতে চলেছেন অ্যাডমিরাল Lisa Franchetti.

5. পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি Sovereign Green Bonds (SGBs) এ বিনিয়োগ করতে চলেছে।

6. শাহরুখ খানকে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো।

7. হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কাছ থেকে হালকা এবং মাঝারি উপযোগী হেলিকপ্টার কিনতে চলেছে আর্জেন্টিনা।

8. ইন্ডিয়ান আর্মি এবং Ashok Leyland এর মধ্যে 800 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি হলো।

9. ওয়েস্ট জোন কে হারিয়ে দিলীপ ট্রফি 2023 জিতলো সাউথ জোন।

10. হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নতুন একটি লোন স্কীম ‘Sashakt Mahila Rin Yojna’ লঞ্চ করলো।