1. ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ন্যাশনাল হাইওয়ে ব্যবহারকারীদের জন্য ‘Rajmargyatra’ মোবাইল অ্যাপ লঞ্চ করলো।
2. স্টিল এবং সিভিল এভিয়েশন মন্ত্রী Jyotiraditya Scidia, NMDC এর নতুন লোগো উন্মোচন করলেন।
3. রাজস্থানের সরকারের জন্য 1974.07 কোটি টাকার অনুমোদন দিলো ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD).
4. মধ্যপ্রদেশে ‘Unmesha’ এবং ‘Utkarsh’ উৎসবের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
5. প্রতিরক্ষা সহযোগিতায় নতুন পদক্ষেপ হিসেবে ইউএস এর সাথে সিকিউরিটি চুক্তির মান্যতা দিলো পাকিস্তান।
6. S&P গ্লোবালের মতে আর্থিক বর্ষ 2024 – 2031 পর্যন্ত ভারত বার্ষিক গড়ে 6.7% এ অৰ্থনৈতিক বৃদ্ধি করতে চলেছে।
7. দক্ষিণ আফ্রিকাতে BRICS সামিটে অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
8. Dispute Settlement এর জন্য কেন্দ্রীয় সরকার ‘Vivad se Vishwas 2.0’ স্কীম লঞ্চ করলো।
9. FIDE সূচীতে বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে সর্বোচ্চ ভারতীয় হিসেবে স্থান অর্জন করলো ডি গুকেশ।
10.সম্প্রতি ভারতের প্রথম সেপটিক ট্যাঙ্ক মুক্ত শহর হতে চলেছে নবী মুম্বাই
11. প্রখ্যাত মারাঠি কবি Namdeo Dhondo Mahanor 81 বছর বয়সে প্রয়াত হলেন।