6 August Current Affairs in Bengali

1.হিরোশিমা দিবস পালন করা হয় কবে?

[A] ৬ই আগস্ট

[B] ৭ই আগস্ট

[C] ৮ই আগস্ট

[D] ৬ই ৯ই আগস্ট

  • Show Answer

    [A] ৬ই আগস্ট
    ১৯৪৫ সালের ৬ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে “Little Boy”  নামে একটি পরমাণু বোমা ফেলে আমেরিকা, যাতে প্রাণ যায় প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষের

2. নিম্নলিখিত কোন দেশ প্রথমবারের জন্য মালাবার অনুশীলনের আয়োজন করতে চলেছে ১১ থেকে ২১ শে আগস্ট , ২০২৩ এ ?

[A] ভারত

[B] অস্ট্রেলিয়া

[C] মার্কিন যুক্তরাষ্ট্র

[D] জাপান

  • Show Answer

    [B] অস্ট্রেলিয়া

    মালাবার মহড়ার সর্বশেষ সংস্করণটি অস্ট্রেলিয়ার জলসীমায় ১১-২১ আগস্ট সম্পন্ন হবে।
    এটিতে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া।

3.আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Alex Hales কোন দেশের খেলোয়াড়?

[A]সাউথ আফ্রিকা

[bনিউজিল্যান্ড

[C]অস্ট্রেলিয়া

[D]ইংল্যান্ড

  • Show Answer

    [C]অস্ট্রেলিয়া

4.সম্প্রতি, কোন নেতার লোকসভা সদস্যপদ লোকসভা সচিবালয় পুনরুদ্ধার করেছে?

[A] বরুণ গান্ধী

[B] ডিম্পল যাদব

[C] রাহুল গান্ধী

[D] চিরাগ পাসওয়ান

  • Show Answer

    Correct Answer: [C] রাহুল গান্ধী

5. অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় মোট কত গুলি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণ করা হবে ?

[A] ১০০০

[B] ১৩০৯

[C] ১২০০

[D] ১৫০০

  • Show Answer

    ১৩০৯ টি

Leave a Comment