কারেন্ট অ্যাফেয়ার্স 1st আগস্ট 2023 | Current Affairs 1st August 2023

1. ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (DFC) এর ডেপুটি CEO পদে ভারতীয়-আমেরিকান ফরেন পলিসি এক্সপার্ট নিশা বিশ্বাল কে নিযুক্ত করা হল।

2. রতন টাটা মহারাষ্ট্র সরকারের প্রথম ‘উদ্যোগ রত্ন’ আওয়ার্ড পেতে চলেছে।

3. Meri Mati Mera Desh’ ক্যাম্পেইন লঞ্চ করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. প্রতিবছর 31 শে জুলাই বিশ্ব রেঞ্জার দিবস পালন করা হয়, এছাড়া গত 30 শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করা হল।

5. সাধারণ সাক্ষরতা প্রমোট করতে কেন্দ্রীয় সরকার ‘ULLAS’ মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল।

6. ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড (EPIL) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের দায়িত্ব নিতে চলেছেন BSNL এর শিবেন্দ্র নাথ।

7. রাজস্থান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরিয়া গোল্ড লঞ্চ করলেন।

8. FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে শ্যুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার গোল্ড মেডেল জিতলেন।

9. শ্রীলঙ্কা অ্যাথলেটিক্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভারত 14 টি মেডেল (গোল্ড – 9, সিলভার – 4 এবং ব্রোঞ্জ – 1) জিতল।

10. স্পেস গবেষণা সংস্থা নাসা সম্প্রতি স্ট্রিমিং সার্ভিস NASA+ অ্যাপ লঞ্চ করল।

Leave a Comment